নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২২,আগস্ট :: দুর্গাপুরের বেনাচিতির শালবাগান এলাকা। অন্ধকার গলির ড্রেনের ভেতর থেকে হঠাৎ ভেসে এলো এক করুণ কান্না। প্লাস্টিকের ভেতরে মোড়া ছিল এক নবজাতক শিশু। মুহূর্তেই থমকে গেল এলাকা।স্থানীয় মানুষজন ছুটে এসে দেখেন ড্রেনের মধ্যে পড়ে রয়েছে প্লাস্টিক মোড়া অবস্থায় শিশুটি। শিশুটিকে দ্রুত উদ্ধার করেন তাঁরা। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ এসে শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। আপাতত শিশুটি চিকিৎসাধীন।
কে ফেলে গেল এই নিষ্পাপ প্রাণটিকে? কেনই বা মায়ের কোলের উষ্ণতা থেকে ছিঁড়ে এনে ড্রেনের অন্ধকারে ডুবিয়ে দেওয়া হলো তাকে? জন্মের সঙ্গে সঙ্গেই কি তার এত বড় শাস্তি প্রাপ্য ছিল?পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।