নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া বিমানবন্দরে একটি পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বেঙ্গালুরুগামী ফ্লাইট। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি ঈগল পাখির ধাক্কা খায় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি ।
প্রতীকী চিত্র
নিরাপত্তার কারণে সঙ্গে সঙ্গে বিমানটি ফেরত আনা হয় রানওয়েতে। সৌভাগ্যবশত ঘটনাটিতে কেউ আহত হননি। যাত্রীদের নামানো হয়েছে এবং বিমানের ইঞ্জিনে কোনও ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের বিকল্প ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।