অন্ধ ভিক্ষুকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ,মুর্শিদাবাদ জেলার সালার থানার হার্ট পিলমুন্ডী গ্রামে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালার :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: অন্ধ ভিক্ষুকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ,মুর্শিদাবাদ জেলার সালার থানার হার্ট পিলমুন্ডী গ্রামে | অন্ধ ব্যক্তির নাম সানোয়ার শেখ , গতকাল রাত্রি নাগাদ ওই অন্ধ ব্যক্তি সানোয়ার শেখ ভিক্ষা করে বাড়ি ফিরলেই তিনি ধোয়ার গন্ধে বুঝতে পারেন বাড়িতে আগুন লেগেছে ,

ওই ঘরে ঘুমিয়ে ছিলেন অন্ধ ব্যক্তির স্ত্রী সহ তার তিন শিশু সন্তান | ওই অন্ধ ব্যক্তি আগুন নিভানোর চেষ্টা চালানোয় জখম হয়ে পরায় চিৎকার চেঁচামেচি শুরু করাই স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে | ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান সালার থানার পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছেন সালার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =