নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শুক্রবার ২১,মার্চ :: ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সিংহপুর এলাকায়। জানা যায় সিংহপুর এলাকার স্থানীয় বাসিন্দা সুবোধ মন্ডল ২৫ বছর আগে অর্থাৎ ২০০০ সালে ওই এলাকার গৌড় মন্ডল নামে এক ব্যক্তির কাছ (২ শতক) এক কাঠা জায়গা ক্রয় করে।
সুবোধ মন্ডলে নামে ওই জায়গার দলিল এবং রেকর্ড রয়েছে, তিনি ওই জায়গার সরকারি খাজনা পর্যন্ত দেন, বর্তমানে তারই ব্যক্তিগত জায়গা। সেই জায়গা জোরপূর্বক দখল করে পাকা দোতলা ক্লাব ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর প্রভাতী জানার স্বামী শচীনন্দ জানা সহ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দা সুবোধ মন্ডল
অন্যের জায়গায় জোরপূর্বক দখল করে পৌরসভার অনুমতি না নিয়ে বেআইনিভাবে প্রায় দু মাস ধরে পাকার দোতলা ক্লাব ঘর নির্মাণ করে চলেছে, জমির মালিক সুবোধ মন্ডল ক্লাব ঘর নির্মাণে বাধা দিলেও বাধাকে কর্ণপাত না করায়
তিনি ঘাটাল পৌরসভা থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি বলে তিনি জানান। তার ব্যক্তিগত জায়গায় দিব্যি নির্মাণ হয়ে চলেছে পাকা দোতলা ক্লাব ঘর।