নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ৪,আগস্ট :: একদিকে যখন গোটা বাংলাদেশ জ্বলছে তার অন্য সম্প্রীতির চিত্র দেখা গেল ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকা নদিয়ার চাপড়া তালুহুদা গ্রামে। মসজিদে আজানের মধ্যেই হিন্দু ভিক্ষুকের সৎকার করতে এগিয়ে এলো মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
হিন্দু এক ভিক্ষুককে সৎকার করতে নিয়ে যাওয়া হলো মহাপ্রভুর জন্মভিটে তীর্থ নগরী নবদ্বীপ মহাশ্মশানে। আর এমনই সম্প্রীতির ছবি ধরা পড়ল শনিবার রাতে নদিয়ার চাপড়া থানার তালুহুদা গ্রামে। ওই গ্রামেই মৃত্যু হয়েছে এক হিন্দু ভিক্ষুকের।
চাপড়ার তালুহুদা গ্রামে হিন্দু পরিবারের সংখ্যা একেবারেই হাতে গোনা দুই তিন ঘর। পঞ্চাশোর্ধ এই ভিক্ষুকের মৃত্যুর পর এগিয়ে এসেছেন গ্রামের সমস্ত সংখ্যালঘু মানুষেরা। তারাই সকলের কাছ থেকে চাঁদা তুলে ভিক্ষুকের সৎকারের জন্য এগিয়ে এসেছে। দুস্থ ভিক্ষুকের শবযাত্রায় কাঁধে কাঁধ মিলিয়েছে গ্রামের সমস্ত মুসলিম যুবকরা। আর এমন কর্মকান্ডে সম্প্রীতির নজির রাখলো চাপড়ার তালুহুদা মুসলিম অধ্যুষিত গ্রাম।