অপরাধ রুখতে প্রযুক্তির সাহায্য নিল মিলকি ফাঁড়ির পুলিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: গোটা এলাকা মুড়ে ফেলা হল সিসি ক্যামেরায়। যানজট মোকাবিলাতেও নেওয়া হবে সিসি ক্যামেরার সাহায্য, জানালেন পুলিশ সুপার। এই উদ্যোগে খুশি ইংলিশ বাজার ব্লকের মিল্কি ও অমৃতির এলাকা বাসী।গৃহস্থের বাড়িতে চুরি, রাস্তায় ছিনতাই, দোকানে ডাকাতি, মহিলাদের শ্লীলতাহানি।

গত কয়েকমাসে ইংলিশ বাজার ব্লকের অমৃতি ও মিল্কি এলাকায় একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে। অবশেষে তত্‍পর হল মিল্কি ফাঁড়ির পুলিশ। অপরাধদমনে এবার থেকে নেওয়া হবে প্রযুক্তির সাহায্য। অমৃতি ও মিল্কি এলাকার বিভিন্ন প্রান্তে বসানো হল সিসি ক্যামেরা। নজরদারির আওতায় আনা হয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্ট, ধর্মীয় স্থান, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ জায়গা।

পুলিশ সূত্রে খবর, এ পর্যন্ত ১oটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। মিল্কি ফাঁড়ি র ভারপ্রাপ্ত আধিকারিক মনিরুল হক জানান পুলিশ এলাকাটা গুরুত্বপূর্ণ। সিসি ক্যামেরা লাগানো হল মিল্কি ফাঁড়ির পুলিশ-প্রশাসনের এই উদ্যোগে ,খুশি অমৃতি ও মিল্কির বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী আনারুল হক, ও ব্যবসায়ী নেপাল চৌধুরী বলেন, ভাল উদ্যোগ। । আমাদের এলাকায় কোনো সিসি ক্যামেরা ছিল না। এবার থেকে যেকোনো প্রকার অপরাধমূলক দুর্ঘটনা আটকাতে পারবে মিল্কি ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 16 =