নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালানপুর :: বুধবার ৯,এপ্রিল :: আসানসোলের সালানপুর থানার কালিপাথর এলাকায় একটি চাঞ্চল্যকর অপহরণের ঘটনা স্থানীয়দের মনে আতঙ্ক জাগিয়েছিল। কিন্তু সেই অন্ধকার মুহূর্তে আলোর দিশা হয়ে এসেছে পুলিশের অসাধারণ তৎপরতা।গরু ব্যবসায়ী শামসুল আনসারী (৫৩)-কে অপহরণের কবল থেকে উদ্ধার করার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার করেছে সালানপুর ও রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনা কেবল একটি সফল অভিযানের গল্প নয়, বরং জনগণের প্রতি পুলিশের অঙ্গীকারের এক জীবন্ত প্রমাণ।
আজ সকালে কালিপাথর থেকে ধাঙ্গুড়ি হয়ে মেহিজামের পথে যাত্রা করেছিলেন শামসুল আনসারী। পথে ঝাড়খণ্ডের একটি এলাকায় পৌঁছতেই অজ্ঞাত পরিচয় অপহরণকারীরা তাকে জোর করে তুলে নিয়ে যায়।
অপহরণের পরপরই তারা শামসুলের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। খবর ছড়িয়ে পড়তেই গ্রামে উৎকণ্ঠার ছায়া নেমে আসে।
কিন্তু এই সংকটের মুহূর্তে পুলিশ বাহিনী নিজেদের দায়িত্বের পরিচয় দিয়েছে।সালানপুর থানা ওরূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ ঘটনার খবর পাওয়া মাত্রই তদন্তে নামে।
সময় নষ্ট না করে তারা জামুড়িয়া এলাকায় ব্যাপক অভিযান শুরু করে। অল্প সময়ের মধ্যেই অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে শামসুল আনসারীকে নিরাপদে উদ্ধার করা হয়।
এর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার সন্দীপ কাররা বলেন,
“আমরা শামসুল আনসারীকে উদ্ধার করেছি এবং অপহরণকারীদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, টাকা লেনদেনের কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।”