নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: অপহরণ হওয়া এক ব্যক্তিকে এক ঘণ্টার মধ্যে উদ্ধার করে পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করলো নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত চান্দামারী এলাকার বাসিন্দা পরিমল মন্ডল মাথাভাঙ্গা থানার অন্তর্গত নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশকে জানায় তার ভাই বৈদ্যনাথ মণ্ডল কে অপহরণ করে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করা হয়।
পুলিশকে বিষয়টি জানানোর পরেই নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে নামে এরপরে অভিযোগ কারী সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপহরণ হওয়া ব্যক্তি বৈদ্যনাথ মন্ডল কে উদ্ধার করার পাশাপাশি পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করে ।
তাদের কাছ থেকে একটি চার চাকা গাড়ি, এক লক্ষ টাকা নগদ একটি সোনার আংটি ও চারটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে । পরবর্তী অভিযুক্তদের নিশিগঞ্জ ফাঁড়ি কোচবিহার কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।