নিজস্ব সংবাদদাতা :: শান্তিপুর :: সংবাদ প্রবাহ :: রবিবার ২১,মে :: চার বার গর্ভ অবস্থায় মৃত্যু শিশুর! রক্তে ইনফেকশন, জরায়ুতে পার্টিশান পাশাপাশি গ্রেট টু এন্ডোমেট্রোসিস আক্রান্ত প্রসূতির অবশেষে অপারেশনের মধ্য দিয়ে সুস্থ শিশুর জন্ম লাভ করিয়ে আবারো নজির গড়লো সরকারি হাসপাতাল। গতকাল রাতে নদীয়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সফল অপারেশন করেন প্রসূতি চিকিৎসক ডক্টর পবিত্র ব্যাপারী।
জানা যায় নদীয়ার বাদকুল্লার বাসিন্দা গৃহবধূ মুনমুন সরকার, বয়স ২৮ বছর। সাত বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর চার বার গর্ভবতী হন তিনি। কিন্তু প্রত্যেকবার কখনো তিন মাস কখনো বা পাঁচ মাসে গর্ভে থাকা অবস্থায় মৃত্যু হয় শিশুর। একাধিক জায়গায় চিকিৎসা করেও সুরাহা পাচ্ছিলেন না তিনি। অবশেষে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসক পবিত্র ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করেন।
এরপর বিভিন্ন পরীক্ষার নিরীক্ষা করে তার তত্ত্বাবধানে চলে চিকিৎসা। অবশেষে গতকাল রাতে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয় প্রসূতি ওই গৃহবধূ। গতকাল সফল অপারেশনের মধ্য দিয়ে সাড়ে তিন কেজি ওজনের তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে।