সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রবিবার ১০,মে :: ভারতীয় সেনার মঙ্গল কামনায় গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে শনিবার দিন পূজো দেন বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপি নেতা অরুণাভ দাস তিনি বলেন, বিজেপি এমন একটা দল ।
আগে দেশ তারপরে দল এই মতামতে বিশ্বাস করে। ভারতীয় সেনা যেভাবে পাকিস্তানের ওপর প্রত্যাঘাত করছে আমরা তাতে অনেকটাই খুশি। পাকিস্তানের জঙ্গিরা ভারতে পর্যটকদের ওপর যেভাবে নৃশংস হামলা চালিয়েছে, আমরা এই ঘটনার নিন্দা জানাই। আমরা চাই পাকিস্তানকে সম্পূর্ণ নির্মূল করে দিতে।
ভারতীয় সেনাদের মঙ্গল কামনায় আজ আমরা কপিলমুনি মন্দিরে ভারতীয় সেনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আমরা পূজো দিলাম। আমরা চাই ভারতীয় সেনা পরাক্রমের সাথে পাকিস্তানের সমস্ত আক্রমণ প্রতিরোধ করে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিক।