অপারেশন ‘সিঁদুর ২.০’ হবে আরও ভয়ংকর — হুঁশিয়ারি সেনা কর্তার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বুধবার ১৫,অক্টোবর :: ভারতীয় সেনাবাহিনী আবারও কড়া হুঁশিয়ারি দিল শত্রু শক্তিকে। সেনা সূত্রে খবর, “অপারেশন সিঁদুর ২.০” নামে একটি নতুন সামরিক অভিযান পরিকল্পনা করা হচ্ছে, যা আগের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ, দ্রুত এবং বিধ্বংসী হবে। এই অভিযানকে ঘিরে এখন থেকেই তৎপর প্রতিরক্ষা মহল।

ভারতীয় সেনার এক শীর্ষ কর্তা নাম প্রকাশে অনিচ্ছুক থেকে জানিয়েছেন, “অপারেশন সিঁদুরের প্রথম ধাপ ছিল এক ধরনের সতর্কবার্তা। কিন্তু এবার যদি সীমান্তে সন্ত্রাস বা অনুপ্রবেশের চেষ্টা হয়, তাহলে ভারত আরও শক্ত হাতে জবাব দেবে। অপারেশন সিঁদুর ২.০ হবে আগের চেয়ে ভয়ংকর এবং ফলাফল হবে স্থায়ী।”উল্লেখ্য, ২০২৩ সালে সংঘটিত ‘অপারেশন সিঁদুর’ ছিল নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সেনার বিশেষ অভিযান। সেই সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় বলে দাবি করেছিল সেনা। এবার সেই অভিযানেরই দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে আরও ব্যাপক মাত্রায়।

প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান কার্যকলাপ, সীমান্তে ঘনঘন সংঘর্ষ এবং ড্রোন অনুপ্রবেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ ভারতের “নিরাপত্তা কৌশলের নতুন অধ্যায়” বলে মন্তব্য করছেন তারা।

সূত্রের দাবি, নতুন অপারেশনে অত্যাধুনিক ড্রোন, স্যাটেলাইট নজরদারি, এবং বিশেষ কমান্ডো ইউনিট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। সেনা কর্তারা বলছেন, “শত্রুরা যদি আগুন নিয়ে খেলতে চায়, আমরা প্রস্তুত তাদের ছাই করে দিতে।”

প্রতিরক্ষা মন্ত্রক অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে সেনা সদর দপ্তরের তরফে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় ভারতীয় সেনা সর্বদা প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =