নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শেওড়াফুলি :: বুধবার ৭,মে :: কাশ্মীরে পহেলগাঁওয়ে দুই সপ্তাহ আগে ভারতীয় পর্যটকদের ওপর পাকিস্তানি জঙ্গি হানায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকদের। জঙ্গি হানার ঘটনার পর প্রত্যাঘাত করার জন্য গোটা দেশ ফুঁসছিল। ইতিমধ্যেই যুদ্ধের আবহাওয়ার আগে দেশজুড়ে শুরু হয়েছিল মক ড্রিল।
অবশেষে ভারতবাসীর প্রতীক্ষার অবসান মঙ্গলবার গভীর রাতে ভারতীয় বায়ু সেনা এবং ভারতীয় স্থল সেনা যৌথ অভিযান চালায়। “অপারেশন সিন্দুর”। গভীর রাতে ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের ৯ টি জঙ্গি ছাউনি কার্যত ধুলিস্যাৎ করে দিল ভারতীয় বায়ু সেনা। ভারতীয় বায়ু সেনা এই সাফল্যের খুশি গোটা দেশ।
ভারতের প্রত্যাখাত অপারেশন সিঁন্দুরে উচ্ছাস হুগলির শেওড়াফুলিতে। জাতীয় পতাকা, শাঁখ, ঘন্টা বাজিয়ে উচ্ছাস।