নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কলকাতা :: বুধবার ৭,মে :: অপারেশন সিন্দুরের অংশ হিসেবে পাকিস্তানি সন্ত্রাসী এবং সন্ত্রাসী পরি কাঠামোতে হামলা চালানোর জন্য ভারত কর্তৃক নির্বাচিত নয়টি লক্ষ্যবস্তু
স্ট্রাইক ১ এবং ২: মুজাফফারাবাদ :: স্ট্রাইক ৩: বাহাওয়ালপুর :: স্ট্রাইক ৪: কোটলি:: স্ট্রাইক ৫: চক আমরু :: স্ট্রাইক ৬: গুলপুর :: স্ট্রাইক ৭: ভিম্বার :: স্ট্রাইক ৮: মুরিদকে :: ৯ নম্বর ধরমঘাটা : শিয়ালকোটের কাছে জঙ্গি ক্যাম্প
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের মাধ্যমে ৯টি লক্ষ্যবস্তুই সফলভাবে ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী সারা রাত ধরে অপারেশন সিন্দুর পর্যবেক্ষণ করেছেন।