সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: বুধবার ৭,মে :: কাশ্মীরে পহেলগাঁওয়ে দুই সপ্তাহ আগে ভারতীয় পর্যটকদের ওপর পাকিস্তানি জঙ্গি হানায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকদের। জঙ্গি হানার ঘটনার পর প্রত্যাঘাত করার জন্য গোটা দেশ ফুঁসছিল। ইতিমধ্যেই যুদ্ধের আবহাওয়ার আগে দেশজুড়ে শুরু হয়েছিল মক ড্রিল।
অবশেষে ভারতবাসীর প্রতীক্ষার অবসান মঙ্গলবার গভীর রাতে ভারতীয় বায়ু সেনা এবং ভারতীয় স্থল সেনা যৌথ অভিযান চালায়। “অপারেশন সিন্দুর”। গভীর রাতে ভারতীয় বায়ু সেনা পাকিস্তানের ৯ টি জঙ্গি ছাউনি কার্যত ধুলিস্যাৎ করে দিল ভারতীয় বায়ু সেনা। ভারতীয় বায়ু সেনা এই সাফল্যের খুশি গোটা দেশ।
ভারতের এই প্রথম প্রত্যাঘাতে আনন্দিত গোটা দেশ। গঙ্গাসাগরে এলাকাবাসীরা মিষ্টিমুখ ও বিজয় উল্লাসে মেতে উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার সাগরের বামন খালি এলাকায় শুরু হয়েছে বিজয় উল্লাস। ভারতের প্রত্যাঘাতে খান খান পাকিস্তান।
এ বিষয়ে সাগরের বাসিন্দা অরুনাভ দাস বলেন, আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমরা চাইছিলাম যে ভারত কখন এই জঙ্গি হামলার ঘটনার বদলা নেবে। ভারত বদলা নিয়েছে। ভারতের তরফ থেকে গতকাল যে মিসাইল হামলা চালিয়ে পাকিস্তানের যে নটি জঙ্গি ছাউনি কার্যত ধুলোয় মিশিয়ে দিয়েছে আমরা খুশি।