নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১২,ডিসেম্বর :: আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই অপেক্ষার অবসান কলকাতায় পা রাখতে চলেছেন ফুটবলের বাদশা লিওনেল মেসি তার আগে সল্টলেক স্টেডিয়ামে নিরাপত্তা চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে।
হাজারে হাজারে পুলিশ মোতায়ন করা রয়েছে অপ্রতিকর ঘটনা এড়ানোর জন্য। ইতিমধ্যেই স্টেডিয়ামের বাইরে ছোট দোকান নিয়ে বসেছেন ফুটবলপ্রেমীরা এবং সেখান থেকে মেসি সমর্থকেরা তাদের পছন্দের ফুটবলারের ১০ নম্বর জার্সি আর্জেন্টিনার পতাকার মতন সামগ্রী কিনে নিচ্ছে।

