অফ সিজেনেও তুষারের চাদরে ঢাকা পড়ল সান্দাকফু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সান্দাকফু :: ৩রা,এপ্রিল :: আবার বরফের চাদরে ঢাকলো সান্দাকফু। এবারে শীতকালেও সেরকম ভাবে তুষারপাতের ঘটনা ঘটেনি, তবে ফাল্গুনের শুরু থেকেই প্রকৃতি তার ভাব গতি পরিবর্তন করে দেয়। ভরা চৈত্র মাস অফ সিজন , তবে সান্দাকফুতে তুষারপাতের ঘটনা ঘটেই চলেছে।

তুষারপাতের ক্ষেত্রে রীতিমতো সিকিমের সঙ্গে পাল্লা দিচ্ছে সান্দাকফু। এরকম ঘটনা কবে ঘটেছে সেই বিষয় মনে করা মুশকিল। এরকম অফ সিজনে তুষারপাতের ঘটনা ঘটায়, খুশির হাওয়া পর্যটকদের মধ্যেও । তুষারপাতের ঘটনা উপভোগ করছেন পর্যটক মহল।

কনকনে ঠান্ডায় কাঁপছে সান্দাকফু, তাপমাত্রা কমেছে দার্জিলিং কালিমপংএ, তবে পর্যটকদের কাছে এখন দার্জিলিং কালিমপং নয় ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে সান্দাকফু।

অসময়ে তুষারপাতের দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন তারা। অনেকেই দেখা যাচ্ছে এই তুষারপাতের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন, সেলফি তুলছেন গ্রুপ ছবি তুলছেন। পর্যটকদের আনন্দের সীমা নেই, দক্ষিণবঙ্গে যখন তাপমাত্রার পারদ তরতরিয়ে বাড়ছে, প্রকৃতি মায়াবী সান্দাকফুতে। পর্যটকরা স্বর্গীয় অনুভূতি খুঁজে পাচ্ছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 9 =