অবশেষে আট ঘণ্টা আটক থাকার পর মুক্তি পেলেন চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরা :: মঙ্গলবার ১৯,আগস্ট :: হুগলির মগরা থানা থেকে প্রায় আট ঘণ্টা আটক থাকার পর মুক্তি পেলেন চাকরি হারা শিক্ষক আন্দোলনের নেতা সুমন বিশ্বাস। থানার বাইরে বেরিয়েই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

সুমন বিশ্বাস বলেন, “আমরা চাই সব যোগ্য শিক্ষকের চাকরি থাক। এর জন্য লড়াই চলবে। মুখ্যমন্ত্রী আমাদের দেখলেন না। তাই বিরোধী দলনেতাকে বলব— আমাদের বাঁচান। পাশাপাশি সব রাজনৈতিক দলকেই বলব, আমাদের পাশে দাঁড়াতে।”তিনি আরও অভিযোগ করেন, “রাজ্য সরকার ভয় পেয়েছে। তাই আমাকে অপহরণ করেছে, গুম করার চেষ্টা করেছে। কিন্তু এইভাবে দমিয়ে রাখা যাবে না। প্রাণ চলে গেলেও আন্দোলন চলবে।”

শিক্ষক নিয়োগকে ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য। বঞ্চিত প্রার্থীরা নিয়মিত পথে নেমে আন্দোলন করছেন। তাদেরই অন্যতম মুখ সুমন বিশ্বাস। তাঁর আট ঘণ্টার আটক এবং মুক্তি আন্দোলনকে আরও উস্কে দেবে বলেই মনে করছে আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 12 =