নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৪,আগস্ট :: ইন্টার্ন ডাক্তারদের একাংশের চাপের মুখে ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অবশেষে একজন অভিযুক্তকে ইন্টার্ন চিকিৎসক কে শোকজ নোটিশ জারি করল কলেজ কর্তৃপক্ষ ।
সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযোগ গুলির প্রাথমিক সত্যতা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আপাতত গতকাল মধ্যরাত থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা তাদের অবস্থান বিক্ষোভ আপাতত তুলে নিয়েছে
তবে আগামী বুধবার ঘটনার পূর্ণাঙ্গ রায় চাইতে পুনরায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে ।
সম্প্রতি ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিক্যাল কলেজ। ৪৮ ঘন্টা ধরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়ার চিকিৎসকদের একাংশের। অভিযোগ,বৃহস্পতিবার বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয়। সে ঘটনায় তৃণমূল ঘনিষ্ট দুই ইন্টার্ন জড়িত বলে অভিযোগ।
তাঁদের বিরুদ্ধে মেডিক্যাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় দফায় দফায় মেডিক্যালের প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন শুরু করা হয়। শুক্রবার থেকে দফায় দফায় এই মর্মে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন চিকিৎসকদের একাংশ।
আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, অভিযুক্ত এই দুই ইন্টার্ন চিকিৎসক শাসক দল ঘনিষ্ঠ। তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করছে না। সেই সঙ্গে তারা এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অবিলম্বে ওই দুই ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করতে হবে এই দাবিতে ঘেরাও করে রেখেছেন অধ্যক্ষ কে তারা বলে জানান। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়