অবশেষে কুরমি অবরোধ তুলে নেওয়া হলো | পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে সূত্রের খবর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ৯ই,এপ্রিল :: কুড়মি সমাজের লাগাতার আন্দোলন ও রেল অবরোধ রবিবার পাঁচ দিনে পড়লো। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় টানা ১২০ ঘন্টার এই অবরোধের জেরে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়া জেলার রেল পরিষেবায়। গত কয়েক দিনের মতো রবিবারও সকাল থেকে ঐ অবরোধের জেরে খড়্গপুর-আদ্রা শাখায় একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে।

এদিনও খড়্গপুর-হাটিয়া ১৮০৩৫, খড়্গুর-রাঁচি ১৮০৮৫, পুরুলিয়া-হাওড়া সুপার ফাস্ট ১২৮২৮, ১২৮৮৩ রুপসী বাংলা এক্সপ্রেস, ১৮০১২/১৪ হাওড়া-চক্রধরপুর ট্রেন বাতিল হয়েছে। বাতিল হয়েছে খড়গপুর-হাটিয়া এক্সপ্রেস। এমনকি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিম্বা সংক্ষিপ্ত করা হয়েছে।

এই ধরণের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ঘোষণা করায় যাত্রীদের একটা অংশ স্টেশনে এসেও ট্রেন না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সব থেকে বেশী সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।সূত্রের খবর এইমাত্র প্রশাসনিক মধ্যস্থতায় অবরোধের সমাপ্তি ঘটানো হলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + two =