সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গর :: রবিবার ২৫,জুন :: অবশেষে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙ্গড়ের বিধায়কের এতদিন পুলিশের নিরাপত্তা ছাড়াই ছিলেন। কয়েকদিন আগে হাইকোর্টের কাছে নিরাপত্তার আবেদন জানিয়ে মামলা করেন তিনি। সেই মামলাতে বিচারক নওশাদকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন।
হাইকোর্টের নির্দেশ মোতাবেক রবিবার নওশাদের বাড়িতে এসে পৌঁছায় কেন্দ্র বাহিনীর জোয়ানের একটি দল। সাত জন সিআইএসএফ জওয়ান এদিন এসে উপস্থিত হয়েছেন তার বাড়িতে।
এ বিষয়ে নওশাদ সিদ্দিকী বলেন, আমি এর আগে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে পৃথক পৃথক ভাবে আমার নিরাপত্তার জন্য দাবি জানিয়েছিলাম। কিন্তু কেউই আমাকে নিরাপত্তা দেয়নি। অবশেষে হাইকোর্টের নির্দেশে আমার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
এদিন যে সাতজনের সিআইএসএফ দলটি আসেন নিরাপত্তার জন্য তারা নওশাদের হুগলির ফুরফুরা শরীফের বাড়িতে চলে যান। সেখানেই তাদের সমস্ত ব্যবস্থা করা হয়েছে থাকার। তবে কোন ক্যাটাগরির নিরাপত্তা তিনি পেয়েছেন এ বিষয়ে এখনও কিছু জানাতে পারেননি। সোমবার হাইকোর্টেই কোন ক্যাটাগরি নিরাপত্তা সে পেয়েছে তা জানা যাবে বলে জানিয়েছেন নওশাদ।