সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার কুলতলি ব্লকে দেউলবাড়ি- দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পেটকুল চাঁদ ও সাবুর আলী কাটা এই দুই জায়গার মধ্যবর্তী ম্যানগ্রোভের বাদাবনের তার টাটকা পায়ের ছাপ দেখতে পেয়েছিল স্থানীয় মানুষ l এরপর বনদপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত কুলতলি বিটের বনকর্মীরা বাঘের পায়ের ছাপ অনুসন্ধান করতেই তার সাক্ষাৎ মেলে l সেই কারণেই কোনরকম ভাবে ঝুঁকি নেয়নি বন কর্মকর্তারা l
ঘটনাস্থলে পৌঁছে বনদপ্তরের এডিএফও অনুরাগ চৌধুরীর নির্দেশে বাঘটি যেখানে ঘাপটি মেরে ছিলো সেই এলাকা সেখানে নাইলনের জালের সাথে স্টিলের জাল দিয়ে ঘিরে ফেলা হয় l সন্ধ্যায় সেখানে পাতা হয় একটি লোহার খাঁচা l তার মধ্যে ছাগলের টোপ ও দেওয়া হয় l আর তাতেই বাজিমাত l
ভোরবেলা সেই ছাগলের লোভেই বনদপ্তরের পাতা ফাঁদে পা দিয়ে বসে ধুর্ত বাঘ l তারপর কান ফাটা হুঙ্কারের আওয়াজ আসতেই বনকর্মীরা নিশ্চিত অবশেষে বাঘ বন্দি l এরপর দ্রুত সেই খাঁচা সহ বাঘটিকে নিয়ে বনদপ্তরের বোটে চাপিয়ে রওনা দিয়ে দেওয়া হয় একেবারে সুন্দরবনের বন দপ্তরের বনি ক্যাম্প এর দিকে l
বিজ্ঞাপন
মনে করা হচ্ছে যে আজমলমারি ১ নম্বর জঙ্গল থেকেই বাঘটি কোনভাবে বেরিয়ে চলে এসেছিল পেটকুলচাঁদ ও সাবুর আলী কাটা এলাকার দিকে lএদিকে বৃহস্পতিবার ধরা পড়া ওই বাঘের শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করা হবে পশু চিকিৎসক দ্বারা l তারপর বনদপ্তরের শীর্ষ কর্তাদের নির্দেশ মাফিক সিদ্ধান্ত নেওয়া হবে তাকে দূরের জঙ্গলে তার নিজের পরিবেশে ফেরানো হবে কিনা l বয়স আনুমানিক চার-পাঁচ বছর হতে পারে l