নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৪,জুলাই :: অবশেষে চারদিনের মাথায় বর্ধমানের হোটেলে মহিলা খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের নাম মহঃ নজরুল খান বয়স ৩৬বছর।, সে শহরের খাগড়াগড় এলাকার বাসিন্দা। খুনের ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত।
গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঝাড়খন্ডের লোহার-ডাগা জেলার কুরু বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে মহঃ নজরুল খান কে। পুলিশ ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, মৃত মহিলার সাথে অনেকের বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্ক মেনে নিতে পারেনি মৃত মহিলার স্বামী ধৃত মহঃ নজরুল। এর জেরেই খুন কি না তদন্ত করে দেখছে পুলিশ।
ধৃতের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ। তদন্তে স্বার্থে ধৃতের সাত দিনের পুলিশী হেফাজতের আবেদন জানানো হয়েছে। জানাগেছে, গত রবিবার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বর্ধমানের অশোক হোটেলে ওঠে ধৃত মহঃ নজরুল ও পায়েল বেগম। হোটেলে ওঠার কয়েক ঘণ্টার মধ্যেই মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়।
নিখোঁজ হয়ে যায় তাঁর পুরুষসঙ্গী। ঘটনাটি পরই তদন্তে নেমেছিল বর্ধমান থানার পুলিশ। রবিবার দুপুরে ঘড়ির কাঁটায় তখন ১২টা ৫০ মিনিট হবে। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠেন বছর ছত্রিশের পায়েল বেগম এবং মহম্মদ নজরুল খান।
হোটেলে জমা দেওয়া পরিচয়পত্র অনুযায়ী, তাঁরা দুজনেই বর্ধমানের খাগড়াগড়ের বাসিন্দা।বেলা ১টা ৪৫ মিনিট নাগাদ হোটেল থেকে বেরতে দেখা যায় নজরুলকে। হোটেল কর্মীরা মহিলার খোঁজ নেন। তার কিছুক্ষনের মধ্যেই উদ্ধার হয় মহিলার অর্ধনগ্ন দেহ।