আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ২৭,সেপ্টেম্বর :: দীর্ঘ রাজনৈতিক নীরবতা ভেঙে অবশেষে জনসমক্ষে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি। রাজধানী কাঠমাণ্ডুর এক বিশাল জনসভায় হাজির হয়ে তিনি ফের রাজনৈতিক অঙ্গনে সরব হয়ে উঠলেন।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওলি অভিযোগ করেন, “দেশের গণতান্ত্রিক কাঠামোকে ষড়যন্ত্র করে দুর্বল করা হচ্ছে। জনগণের ভোটে আমার ওপর যে আস্থা রাখা হয়েছিল, তা এখনো অটুট রয়েছে। আমরা লড়াই চালিয়ে যাব।”
রাজনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিক সময়ের অস্থিরতা ও দলীয় বিভাজনের জেরে পদচ্যুত হলেও ফের সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের সঙ্কেত দিলেন ওলি। সমর্থকদের উপস্থিতি প্রমাণ করেছে, এখনও তাঁর জনপ্রিয়তা পুরোপুরি হ্রাস পায়নি।
অন্যদিকে বর্তমান সরকারের মুখপাত্র ওলির এই বক্তব্যকে ‘ভিত্তিহীন রাজনৈতিক প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁরা মনে করছেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার পথে বিরোধী শিবির কেবল বিভ্রান্তি সৃষ্টি করছে।
বিশ্লেষকদের ধারণা, ওলির এই প্রকাশ্য আবির্ভাব নেপালের আগামী রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আনতে পারে। দেশজুড়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এখন উৎসুক দেশবাসী।