নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১৮,আগস্ট :: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অবশেষে জামিন দিল আদালত। দীর্ঘ দুই বছর কারাবাসের পর শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে তিনি মুক্তির স্বস্তি পেলেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি কারাগারে ছিলেন। তবে কবে তিনি জেল থেকে ছাড়া পাবেন তা নির্ভর অন্য আরো কয়েকটি মামলার ওপর ।
আইনজীবীরা আদালতে যুক্তি দেন, এতদিন হেফাজতে থাকার পর এখন আর পার্থবাবুর থেকে তদন্তে কোনও প্রভাব খাটানোর সম্ভাবনা নেই। চিকিৎসার জন্যও তাঁর জামিন প্রয়োজন বলে দাবি করা হয়। সেই আর্জি মেনে আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে।
তবে জামিনে মুক্ত হলেও তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। বিদেশ ভ্রমণ কিংবা সাক্ষ্যপ্রমাণ নষ্ট করার কোনও চেষ্টা করলে জামিন খারিজ হতে পারে বলে আদালত জানিয়েছে।
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছিল। সেই সময় তাঁর ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল অঙ্কের নগদ টাকা ও সোনা। এই মামলাই এখন রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি করেছে।