সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার নির্দেশে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ পাত্র সাগর উত্তর চক্রের সমস্ত স্কুলে যাওয়া শুরু করলেন। স্কুলের বিভিন্ন মনোরম পরিবেশে কচিকাচাদের সঙ্গে যেমন কথা বললেন তেমনি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও কথা বললেন।
অনেক সমালোচনা, অনেক সমস্যার মধ্য দিয়ে অবশেষে বাস্তবায়িত হলো বাংলার শিক্ষার নূতন পরিকল্পনা “পাড়ায় শিক্ষালয়”। মনে হলো যেন সমস্ত পাড়া আজ শান্তিনিকেতনে পরিণত। প্রকৃতির খোলা পরিবেশের মুক্ত হাওয়ায় খুদেরাও আজ মুক্ত । এ যেন রবি ঠাকুরের প্রাণ চঞ্চল করা সেই সুর – “তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি,…দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি॥”
গাছের তলে, পুকুরের পাড়ে আম্র মুকুলগুলো আজ তাই তুফানের মত চঞ্চল হয়ে উঠেছে, সেই খুদেদের মন আজ তাই মাছরাঙার মতো উজ্জ্বল। দীর্ঘ দুবছর পর বাংলা আবার পুরানো ছন্দে ফিরেছে, ছন্দে ফিরেছে বাংলার তরুণ তুর্কিরাও।আজ তাদের মন শঙ্খ চিলের মতো ডানা মেলে উড়ে যেতে চাইছে দূর আকাশে– পুরানো স্মৃতিকে এভাবেও ফিরিয়ে আনা যায়….এই উদ্যোগকে সবাই ধন্যবাদ জানাচ্ছেন।