নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৩,জুলাই :: অবশেষে বুধবার বাঁকা নদীতে নিখোঁজ হয়ে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার হল বর্ধমান পৌরসভার ১৯নং ওয়ার্ড সাহাচেতন এলাকার আমড়াতলা ঘাটে। মৃত শিশুটির নাম রাজ কুমার সাউ বয়স ১৩ বছর।শহর বর্ধমানের আজির বাগান বস্তাপট্টি এলাকায় তার বাড়ি।
গতকাল বিকেলে আলমগঞ্জ পাসিখানা বাঁকা নদীর কারবালা ঘাটে স্নান করতে নেমেছিল চারজন মিলে। তখনই রাজ জলে তলিয়ে যায়। এলাকার মানুষজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে গেলে সেই জলের মধ্যে ডুবতে থাকে।
তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ সারা রাত ধরে চলে খোঁজ তল্লাশি।
জলে নামে ডুবুরি বুধবার সকালে সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিডবোর্ড নিয়ে খোঁজ তল্লাশি চালায়। অবশেষে বুধবার সকাল ৯: ৩০মিঃ সাহাচেতন এলাকার বাঁকা নদীর আমড়াতলা ঘাটে এলাকার ছেলেরা প্রথমে শিশুটি দুটি হাত দেখতে পায়।
খবর দেওয়া হয় তার পরিবারের লোকেদের এবং বর্ধমান থানায়। পরিবারের লোকজন এসে তার মৃত দেহটি জল থেকে উদ্ধার করে পারে আনে। বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্ত করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।