অবশেষে মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: বিভিন্ন কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পরে, অবশেষে মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো।এদিন মুল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা, জয়দেব মন্ডল সহ ৪৯ জন অভিযুক্তদের বিরুদ্ধে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হলো।এদিন ৪৬ জন অভিযুক্ত স্বশরীরে আদালতে হাজির ছিলেন।

বিকাশ মিশ্র অন্য মামলায় কোলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছে।এদিন জেলে থেকেই বিকাশ মিশ্র ভার্চুয়ালি যোগ দিয়েছিল।অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে নরেশ সাহা এবং তন্ময় দাস এই দুজনেই ভার্চুয়ালি যোগ দেয়। সিবিআই আদালত সূত্রে খবর ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩১ লক্ষ মেট্রিক টন কয়লা চুরি ও পাচার করা হয়েছে।আনুমানিক ১৩৪০ কোটি টাকার কয়লা চুরি করা হয়েছে।

এদিন সিবিআই আদালতে সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি হবে ২০২৫ সালের ২১ জানুয়ারি। সেদিন থেকে এই মামলার ট্রায়াল শুরু হবে। ঐদিন দুই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য সিবিআই আদালতে ডাকা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − two =