অবশেষে মিলল স্বস্তি , নিয়োগপত্র পেল ২০০৯-এ চাকরি প্রার্থীরা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শুক্রবার ১১,আগস্ট :: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মিলল স্বস্তি। ২০০৯ এর চাকরি প্রার্থীরা অবশেষে হাতে পেল নিয়োগপত্র।

২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ আন্দোলন একাধিক কর্মসূচি নিয়েছিল। এমনকি নিয়োগের জন্য আদালতের দরজায় কড়া নেড়েছে চাকরিপ্রার্থীরা। অবশেষে ১৪ বছর পর চাকরিপ্রার্থীদের হাতে মিলল নিয়োগপত্র।

বৃহস্পতিবার ১৫০৬ জনের উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগপত্র তুলে দিল। দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক সংসদে চেয়ারম্যান অজিত নায়েক পোস্ট অফিসের মাধ্যমে সকল উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য চিঠি পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আর এই প্রক্রিয়া শুরু হতেই কার্যত আনন্দে মেতে উঠেছে ২০০৯ চাকরি প্রার্থীরা।

২০০৯ চাকরি প্রার্থীদের দাবি দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মেধার জয় হলো। দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিক সংসদের চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ।

এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন, কিছু আইনি জটিলতার কারণে নিয়োগের প্রক্রিয়া থমকে গিয়েছে। আইনি জোট কেটে যাওয়ার পর ২০০৯ উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে অবিলম্বে তাদেরকে নিয়োগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =