নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: বুধবার ১০,ডিসেম্বর :: প্রায় তিন মাস পর অবশেষে মুক্তি পেল ভারতীয় মৎস্যজীবীরা। বাংলাদেশের জেলে বন্দি ছিল ভারতীয় ৪৮ জন মৎস্যজীবী । তার মধ্যে বাবলু দাস নামে এক মৎস্যজীবীর জেলবন্দি অবস্থায় মৃত্যু হয়।
এরপর ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানোর জন্য তৎপর হয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার। তিন মাসের আইনি লড়াইয়ের পর অবশেষে ভারতের ৪৭ জন মৎস্যজীবী মুক্তি পেল। বুধবার দুপুরে ভারতীয় মৎস্যজীবীদেরকে নিয়ে আসা হলো ফ্রেজারগঞ্জ উপকূল থানাতে।
এদের সকলের বিরুদ্ধেই ছিল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ। সেই অভিযোগেই তিনটি ট্রলার-সহ মোট ৪৮ জনকে আটক করে বাংলাদেশের নৌবাহিনী। তারপর থেকে তারা বাংলাদেশের জেলে বন্দি ছিলেন।
এ ঘটনায় প্রশাসনিক মহলেও দীর্ঘ চাপানউতোর হয়।একই সঙ্গে প্রত্যেক বাংলাদেশি ট্রলারের বিরুদ্ধে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
দুই দেশের কূটনৈতিক স্তরে আলোচনা করার পর ভারতীয় ৪৭ জন মৎস্যজীবীকে মুক্ত করে বাংলাদেশ সরকার। অপরদিকে ভারতে জেলবন্দি থাকা ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবীদের কে দেশে ফেরানোর ব্যবস্থা করা করা হয়েছে।
দীর্ঘ তিন মাস পর পরিবারের কাছে ফিরে এসে আনন্দে উচ্ছাসিত মৎস্যজীবীরা পরিবারের সদস্যরাও ।

