অবশেষে স্বপ্ন পূরণ হল শিলিগুড়িবাসীর। চম্পাসারিতে উদ্বোধন হল যাত্রী প্রতীক্ষালয়ের।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২১,আগস্ট :: অবশেষে স্বপ্ন পূরণ হল শিলিগুড়িবাসীর। চম্পাসারিতে উদ্বোধন হল যাত্রী প্রতীক্ষালয়ের। বিধায়ক তহবিলের অর্থে তৈরী এই প্রতিক্ষালয়ের আজ উদ্বোধন করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। মূলত ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এবং জনসাধারণের স্বার্থে এই প্রতিক্ষালয়ের উদ্বোধন।

শিলিগুড়ির চম্পাসারির মানুষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন একটি যাত্রী প্রতিক্ষালয়ের। আর সেই দাবি পূরণে এগিয়ে এসেছে বিধায়ক। শিলিগুড়ির ৪৬ নং ওয়ার্ডের চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরের সামনে ছাত্র-ছাত্রীদের জন্য এসজেডিএর তরফে তৈরী করে দেওয়া হয়েছে একটি যাত্রী প্রতীক্ষালয়। যদিও তহবিল এসেছে বিধায়ক ফান্ড থেকে।

সোমবার তারই উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। ছিলেন বিজেপির জেলা সভাপতি অরুন মন্ডল, বিজেপির প্রবীণ আগরওয়াল, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরোধী দলনেতা আমিত জৈন, শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও সহ আরও অনেকে।

প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হল এই যাত্রী প্রতিক্ষালয়। শুধু এটাই নয়, জনসাধারণের স্বার্থে পরবর্তীতে আরও বিভিন্ন ভাবে উন্নয়ন করা হবে বলে আজকের অনুষ্ঠান থেকে জানালেন বিধায়ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =