সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: অবশেষে স্বস্তির বৃষ্টি, সকাল থেকেই একনাগাড়ে বৃষ্টিপাতের কারণে স্বস্তি ফিরেছে শহরে। বেড়েছে মহানন্দা নদীর জল।
বিগত কিছুদিন ধরে প্রচন্ড গরমের কারণে নাজেহাল অবস্থা ছিল শহরবাসীর। মাঝে মাঝে কিছু সময় বৃষ্টি হলেও গরম কম ছিল না তবে আজ সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার অবিরাম বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে স্বস্তি ফিরেছে শহরে।