সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রাত পেরোলেই পশ্চিমবঙ্গের পুরসভা নির্বাচন । আইনশৃঙ্খলা ঠিক রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বারুইপুর জেলা পুলিশ । পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি। তিনি জানান, নির্বাচনের দিন জেলার ৩ টি রাজপুর – সোনারপুর, বারুইপুর, জয়নগর এই পুরসভা গুলিতে প্রতিটি বুথে থাকবে কড়া পুলিশি প্রহরা।
এছাড়াও ইন্সপেক্টর রেঙ্ক এর অফিসার থাকবে HR অফিস, DCRC, স্ট্রং রুম আর একেকটি PS রিজার্ভ হিসেবে থাকছে। মোট কনস্টেবল থাকছে ১৩৯০ জন তারমধ্যে ৬৫০ জন থাকছেন বন্দুকধারী, আর ৭৪০ জন থাকবে কনস্টেবল লাঠি ধারী । বারুইপুর জেলার পুলিশ কর্মীদেরও লাগানো হচ্ছে নির্বাচনের কাজে, বারুইপুর পুলিশ জেলা জুড়ে ১০ জায়গায় নাকা চেকিং পয়েন্ট থাকছে। থাকবে পুলিশ পেট্রোলিং ।
এছাড়াও পৌরসভার প্রতিটা বুথে করা নজরদারি থাকবে। তাই গতকাল থেকে সমস্ত বুথে বুথে শুরু হয়েছে রুডমার্চ । বারুইপুরে বিভিন্ন ওয়ার্ডে তারা ঘুরে ঘুরে দেখেন । সাধারন মানুষজনদের সাথেও কথা বলেন ও নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানান।