অবাধ ভোটের লক্ষ্যে সচেতনতার প্রচার বাউল গান হাওড়া স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ১১,মে :: ২০২৪ এর ভারতবর্ষে লোকসভা ভোটের যে নির্বাচন হচ্ছে সেই ভোট যেন অবাধ এবং শান্তিপূর্ণ এবং সন্ত্রাসহীন হয় সেই লক্ষ্যে আজ হাওড়া স্টেশন সাবওয়েতে বাউল গানের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন পূর্ব বর্ধমানের রাষ্ট্রপতি ও নির্বাচন দপ্তরের পুরস্কারপ্রাপ্ত বাউল স্বপন দত্ত।

তিনি বাংলার জনগণের উদ্দেশ্যে বললেন ভোটে কোন দল যেন সন্ত্রাস না করে এবং কোন মায়ের কোল যেন খালি না হয়, কোন স্ত্রীর সিঁথির সিঁদুর যেন মুছে না যায়। কোন রাজনৈতিক দল যেন বোমাবাজি ও হিংসার আশ্রয় না নেয়।

তারই উদ্দেশ্যে সমস্ত দলের কাছে তার করজোড়ে কাতর প্রার্থনা জনগণের নিজের ভোট নিজেকে দিতে দিন কোন প্রাণনাশ ও হানাহানি করবেন না। রাজ্য এবং কেন্দ্রের নির্বাচন কমিশনের কাছে কাতর আর্জি জানালেন নির্বাচন কমিশন যেন তাদের দায়িত্ব সঠিকভাবে তারা পালন করেন ।

বাংলার জনগণের সুরক্ষা দিতে সমস্ত রকম ব্যবস্থা নিয়ে থাক যেন। ভোট আসলেই বাংলায় রাজনৈতিক দলগুলির দেখা যায় নারকীয় উল্লাস। সারা ভারতের কোথাও বাংলার মত হিংসা হয় না তাই তিনি বাংলায় জনগণের উদ্দেশ্যে এই সচেতনতার প্রচার করছেন বলে জানালেন।

তিনি সারা রাজ্যে কয়েকদিন যাবত ঘুরে সম্পূর্ণ বিনা পয়সায় এই সচেতনতামূলক বার্তা দিতে বিভিন্ন জেলায় ঘুরে যাচ্ছেন। সমস্ত রাজনৈতিক দল ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে। তিনি হলেন পূর্ব বর্ধমানের রাষ্ট্রপতি ও নির্বাচন দপ্তরের পুরস্কার প্রাপ্ত বাউল স্বপন দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =