কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৪,সেপ্টেম্বর :: অবিরাম বৃষ্টিতে মালদা জেলার ইংরেজবাজারে পুরো বন্যার রুপ।কার্যত এক রাতে বৃষ্টিতে এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন। জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালের ওয়ার্ডে ঢুকেছে জল।
পাশাপাশি নেতাজি পুর বাজার ও চিত্তরঞ্জন পুর সহ শহরের রাজপথ জলমগ্ন। পুর এলাকার প্রাণকেন্দ্র পোস্টফিস মোড় জলমগ্ন হয়ে পড়েছে।নিম্নচাপের জেরে জেলা জুড়ে বৃষ্টি চলছে।শনিবার সকাল থেকে দফায় দফায় শুরু হয় বৃষ্টি।সন্ধ্যা হতেই শুরু হয় অবিরাম বৃষ্টি। সেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পুরসভার ১১টিওয়ার্ড।
নেতাজি পুর বাজারের ব্যবসায়ীদের অভিযোগ বাজারে জল নিকাশির কোন ব্যবস্থা নেই। যার ফলে বৃষ্টি হলেই নেতাজি পৌর মার্কেট জলমগ্ন হয়ে পড়ে।পুজোর মুখে মার্কেটে জল জমে যাওয়ায় অনেকটা টাকার মাল ভিজেছে । অনেক টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন।বৃষ্টির মধ্যে অনেক দোকানীরা রাতেই মাল সরানোর কাজ শুরু করে।