অবিশ্বাস হলেও বাস্তব সত্য ঘটনা – বিশুদ্ধ পানীয় জল দিয়ে রান্না করার জন্য কড়াইয়ে ঢালার পরেই দেখা গেল জল নয় রক্ত টগবগ করে কড়াইয়ে ফুটছে।‌

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ২৫,আগস্ট :: বাজার থেকে লেবু এনে বাড়িতে কাটার পরেই লেবু থেকে বের হচ্ছে রক্ত তাই দেখে ভয় পাচ্ছেন পরিবারের গৃহবধূ। ‌

অবিশ্বাস হলেও বাস্তব সত্য ঘটনা ভাটিবাড়ী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বোরাগাড়ী এলাকার দুর্লভ বিশ্বাসের বাড়িতে গুটিকয়েক দিন আগের ঘটনা। ‌

লেবু কাটার পরেই দেখা যাচ্ছে লেবুর রসের সঙ্গে বের হচ্ছে রক্ত। ‌ অবাস্তব হলো সত্যি ঘটনার প্রমাণস্বরূপ রীতিমতো ভিডিও করে রাখা হয়েছে মোবাইলে। ‌ যদিও সেই লেবু আর তারা খেতে পারেন নি ভাতের সঙ্গে। ‌

গোয়াল ঘরের পাশেই রয়েছে মান কচু গাছ আর সেই কচুর শাক খাওয়ার জন্য তুলে আনার পরেই কাটতে গিয়ে দেখা যাচ্ছে কচুর ডাটি থেকে কষের পাশাপাশি বের হচ্ছে রক্ত।‌ ঘটনাটি দুর্লভ বিশ্বাসের বাড়িতেই। ‌

বাজার থেকে ঠান্ডা পানিও এনে বাড়িতে নিয়ে আসার পরেই দেখা যাচ্ছে ঠান্ডা পানীয়র বদলে বোতলের ভেতরের রক্ত। ‌ বিশুদ্ধ পানীয় জল দিয়ে রান্না করার জন্য কড়াইয়ে ঢালার পরেই দেখা গেল জল নয় রক্ত টগবগ করে কড়াইয়ে ফুটছে।‌ আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের লোকেরা।

যদিও পাড়া-প্রতিবেশীরা নানারকম মন্তব্য করছেন। ‌ তবে তার বাড়ির উঠোনেই দেখা গেছে রাতের অন্ধকারে কে বা কারা কলাপাতায় সিঁদুর দুর্বার পাশাপাশি কয়লা রেখে গেছেন আর এরপর থেকেই এমন ঘটনা ঘটছে একের পর এক। ‌ কি বলবেন এই আধুনিক যুগে এমন  ঘটনায় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 5 =