অবৈধভাবে অনুপ্রবেশকারী ২৪ জন বাংলাদেশীকে গ্রেপ্তার করল গোসাবা পুলিশ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: বুধবার ১৬,এপ্রিল :: অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে মহিলা-শিশু সহ মোট ২৪ জন বাংলাদেশীকে গ্রেফতার করল সুন্দরবন উপকূল থানার পুলিশ।
গোসাবার চিলমারি জঙ্গলের কাছ থেকে ওই বাংলাদেশীদের গ্রেপ্তার করা হয় । ধৃতদের মধ্যে ১১ জন মহিলা ৯ জন পুরুষ ও ৪ জন শিশু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন উপকূল হয়ে জলপথে ৫টি নৌকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে অনুপ্রবেশকারীরা। জনবহুল এলাকায় প্রবেশ করে স্থায়ীভাবে বসবাস শুরু করার পরিকল্পনা ছিল তাদের।

বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, ‘অনুপ্রবেশকারীরা সকলেই জলপথ দিয়ে এদেশে ঢোকে।তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের কোনও বৈধ প্রমাণ ছিলনা।

ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কী ভাবে তারা অনুপ্রবেশ করল ও কারা তাদের সাহায্য করেছে তা জানার চেষ্টাও চলছে।

এই অনুপ্রবেশের পেছনে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হাত থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seven =