নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খয়রাশোল :: মঙ্গলবার ১৩,মে :: অবৈধভাবে কয়লা বালি পাচার অব্যাহত। তাইতো প্রতিদিন প্রতিনিয়ত অবৈধভাবে কয়লা বালি পাচার করার সময় পুলিশের হাতে ধরাও পড়ছে। কখনো ট্রাক্টর তো কখনো মোষের গাড়ি করে কয়লা পাচারের খবর পাওয়া যায়।সেরূপ সোমবার অবৈধ কয়লা ভর্তি ৬ টি মোষের গাড়ি সহ প্রায় ৩৫ – ৪০ কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে খয়রাসোল থানার পুলিশ। যদিও পুলিশের গন্ধ পেয়ে পাচারকারীরা আগেভাগেই গা ঢাকা দেয় গাড়ি ছেড়ে।
জানা যায় যে খয়রাশোল থানার পাইগড়া সংলগ্ন রাস্তার উপর দিয়ে দুবরাজপুর থানার জালালপুর বাজিতপুর লডাঙাল গ্রামের দিকে পাচার করার মুহূর্তে পুলিশ গাড়ি গুলো আটক করে সোমবার সন্ধ্যা নাগাদ গাড়ি গুলো আটক করে খয়রাসোল থানায় আনা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।