নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ২৯,ডিসেম্বর :: কালনা শহরের ১৭ নম্বর ওয়ার্ডে মল্লিক বাগানে ব্যাপক পরিমাণে গাছ কাটা হচ্ছে, এই খবর পেতেই,কালনা মিউনিসিপ্যালিটির কনজারভেন্সির প্রেসিডেন্ট অনিল বসুকে নিয়ে, ওই এলাকায় পৌঁছায় পৌরপতি আনন্দ দত্ত।
ততক্ষণে এলাকায় ছেড়ে পালায় যারা গাছ কাটছিলেন। সঙ্গে সঙ্গে বনদপ্তরকে ফোন পৌরপতির। ইমিডিয়েট অ্যাকশান নিতে বলেন এবং কাটা গাছগুলোকে বাজেয়াপ্ত করবার কথা বলেন। এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে এই বাগানটি ঘন গাছপালায় ভর্তি ছিল, হঠাৎ কয়েক দিন ধরে গাছ কাটা চলছে,
এই দেখে হতাশ এলাকাবাসী, শহরের মধ্যে এই বাগান এলাকাবাসীর একটি শান্তির জায়গা, এই বাগানটি কেটে দেওয়াতে তাদের ভীষণ খারাপ লাগছে।