নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ৬,ফেব্রুয়ারি :: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ করার সময়, এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে,বসিরহাট মহাকুমা আদালতে পেশ করলো বসিরহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,বসিহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশ করে,দেবদাস নামে এক ব্যক্তি তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়।
সীমান্তে বিএসএফ জোয়ানরা তাকে জিজ্ঞাসাবাদ করলে কোন পাসপোর্ট দেখাতে না পারায় তাকে আটক করে।আটক করার পর তার কাছ থেকে উদ্ধার হয় ভারত এবং বাংলাদেশের পরিচয় পত্র।
এরপর সীমান্তরক্ষী বাহিনী জোয়ানরা তাকে আটক করে আজ সকালে বসিরহাট থানা পুলিশের হাতে তুলে দেয়।বসিরহাট থানা। পুলিশের পক্ষ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে,সে অবৈধভাবে ভারতের প্রবেশ করেছে।আজ ওই বাংলাদেশি নাগরিককে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করলো বসিরহাট থানার পুলিশ।