নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: শনিবার ২৬,জুলাই :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ বিথারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশ করাতে চারজনকে গ্রেফতার করে,আদালতে পেশ করল স্বরূপনগর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় স্বরূপনগরে ভারত বাংলাদেশ বিথারী সীমান্ত দিয়ে আজ শুক্রবার ভোরে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে,আব্দুর রহমান,ইরফান গাজী, আনসার আলী খাঁ এদের বাড়ি স্বরূপনগরের তারালি এলাকায় এবং হাফিজ হোসেন বাড়ি জন্মুতে।
এই চার জন বাংলাদেশের তাদের আত্মীয়র বাড়ি থেকে অবৈধভাবে এদেশে ফিরছিল।সেই সময় সীমান্তরক্ষী বাহিনী জোয়াররা তাদেরকে আটক করলে,কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্বরূপনগর থানা পুলিশ হাতে তুলে দেয়।
স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে ওই চারজনকে গ্রেফতার করে। শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।