নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: শুক্রবার দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নামলো দুর্গাপুরের মেনগেট এলাকায় । উচ্ছেদ অভিযানে মেনগেট এলাকায় উড়ালপুলের নিচে যে সমস্ত দোকানপাট ছিল সেই সমস্ত দোকানদারদের বেশ কিছুদিন আগে নোটিশ দিয়েছিল,
সেই জায়গায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ উড়ালপুলের নিচে ফ্রী পার্কিং জোন করবে, তাই উড়ালপুলের নিচে দোকানগুলোকে সরিয়ে দিল। দুর্গাপুর ইস্পাত কারখানার জায়গায় মেন গেট এলাকায় দোকান করে ব্যবসা করছে তাদের দোকান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল। ঘটনাস্থলে দুর্গাপুর ইস্পাত কারখানার সিআইএসএফ বাহিনী।