নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: আসানসোলের কুলটির ভারত কোকিং কোল লিমিটেডের অন্তর্গত বৈধ কয়লাখনিতে অবৈধ ভাবে কয়লা আনতে বা কাটতে গিয়ে গ্রামবাসীদের মৃত্যুর পর এক অদ্ভুত সচেতনতার প্রচার শুরু করল কেন্দ্রীয় সংস্থার নিরাপত্তা রক্ষীরা।
সঙ্গে রাজ্য পুলিশ। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকের বক্তব্য “ডেঞ্জার জায়গায় নামবেন না”। প্রশ্ন উঠছে তাহলে কি অবৈধ ভাবে মানুষ নামবে । শুধু ডেঞ্জার জায়গায় নামবে না।

আসানসোলে রাট হোল মাইনিং
প্রসঙ্গত , বিজেপি বিধায়কের দাবি ছিল প্রায়শই মানুষ নেমে যায়। ঘটনা ও ঘটে। কেন্দ্রীয় সংস্থার যেখানে নিজস্ব নিরাপত্তা রয়েছে সেখানে বাইরের লোক আসে কি করে ?
বিগত দিনেও দেখা গেছে এই ভাবে কয়লা উত্তোলনের পর সেই কয়লা মাফিয়াদের মাধ্যমে দূর দূর পৌঁছে যায় আর অভিযোগ উঠেছিল সেই ব্যবসার টাকাই ভাগ হয়। যা নিয়ে ইডি সিবিআই এর তদন্ত চলছে। সেই জায়গায় এই সচেতনতার প্রচার কি সত্যি কার্যকর না আই ওয়াশ তাই নিয়ে প্রশ্ন উঠেছে।

