অবৈধ নিয়োগের অভিযোগে স্মারকলিপি, বিদ্যুৎ দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূল শ্রমিক সংগঠনের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৫,আগস্ট :: অবৈধ নিয়োগের বিরুদ্ধে সরব হল সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল শ্রমিক সংগঠন। আজ দুপুরে সাহেবগঞ্জ বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি জানায় সংগঠনের প্রতিনিধিরা।

অভিযোগ, বিদ্যুৎ দপ্তর অবৈধভাবে বাইরের লোকজনকে নিয়োগ করে স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত করছে।

স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের পক্ষে মিলন সেন স্পষ্ট ভাষায় বলেন, “কিসের ভিত্তিতে এই নিয়োগ হয়েছে? যাদের নিয়োগ করা হয়েছে তাদের প্রকৃত যোগ্যতা কী, তা বিদ্যুৎ দপ্তরকে প্রকাশ্যে জানাতে হবে।”

তাঁর দাবি, বাইরের লোক এনে সাহেবগঞ্জে বিদ্যুতের কাজ করানো আমরা কিছুতেই মেনে নেব না।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত এই অবৈধ নিয়োগ বাতিল করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার পথে না হাঁটে বিদ্যুৎ দপ্তর, তাহলে তৃণমূল শ্রমিক সংগঠন বৃহত্তর আন্দোলনে নামবে। প্রয়োজনে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে রাখা হবে।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিলনবাবু আরও বলেন, “আমরা চাই স্থানীয় বেকার যুবকদের চাকরি দিক বিদ্যুৎ দপ্তর। অবৈধভাবে নিয়োগের প্রতিবাদে আমরা লড়াই চালিয়ে যাব। আজ স্মারকলিপি দিলাম, আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি নেব।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ দপ্তর যদি দ্রুত সমস্যার সমাধান না করে, তাহলে তাঁরা জেলাস্তরের নেতাদের নিয়ে এই আন্দোলনকে আরও জোরদার করবেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের দিনহাটা ২ নং ব্লক সভাপতি মিলন সেন, অঞ্চল সভাপতি ময়নাল শেখ, সুরেন্দ্রনাথ বর্মন, মজিবর রহমান এবং মঞ্জিল মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − seven =