অবৈধ পার্কিং রুখতে অভিযান চালালো পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানা।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: অবৈধ পার্কিং রুখতে ফুটপাতের ওপর গড়ে ওঠা অস্থায়ী দোকান সরানোর অভিযান চালালো পুরাতন মালদা প্রশাসন ।সকালে 34 নম্বর জাতীয় সড়কের উপরে অস্থায়ী ভাবে গড়ে ওঠা ফুটপাতের ওপর জবরদখল হয়ে থাকা দোকান এবং পণ্যবাহী লরি অবৈধ পার্কিং সরাতে অভিযান চালালো পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানা।
উল্লেখ্য মঙ্গলবাড়ী চৌরঙ্গী হইতে নলডুপি এলাকা পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হত মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল প্রশাসনের শুধু তাই নয় ব্যাপক যানজটের ফলে এম্বুলেন্স থেকে শুরু করে যাত্রীবাহী বাসকে জ্যামের সন্মুখীন হতে হত । অবশেষে বাধ্য অভিযানে নামতে হলো পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানার পুলিশ প্রশাসনকে।এ দিন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও মালদা থানার আইসি হীরক বিশ্বাস সঙ্গে মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ বাহিনীকে নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। শুধু তাই নয় এদিন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি আটক করা হয় ।

আগামী দিনে পুনরায় গাড়ি রাখা হলে বড় পরিমাণের ফাইন দিতে হবে এবং গাড়িও আটক করা হবে বলে জানিয়ে দেন পুলিশ আধিকারিক আইসি হীরক বিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরসভার পৌরপিতা কার্তিক ঘোষ জানান আগামীদিনে ফুটপাতে গাড়ি রাখলে কড়া পদক্ষেপ নেবে পুরাতন মালদা পৌরসভা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =