নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: অবৈধ বাংলাদেশীকে আশ্রয় দেবার অপরাধে কুমারগঞ্জে গ্রেফতার দুই। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের জাকিরপুর এলাকা থেকে গোপন সুত্রের খবর পেয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশীর নাম রবিউল ইসলাম (২৮)। প্রায় এক বছর আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে এবং জাকিরপুরের বাসিন্দা খাইরুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। দীর্ঘদিন ধরে তাঁকে নিজের আশ্রয়ে লুকিয়ে রাখার অভিযোগে খাইরুলকেও গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল জানিয়েছেন, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন কাজের সন্ধানে। তবে পুলিশের ধারণা, এই ঘটনায় আরও বড় কোনও চক্র জড়িত থাকতে পারে।
ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠায় কুমারগঞ্জ থানার পুলিশ । তবে “এই ঘটনার সঙ্গে কোনও মানব পাচার বা সীমান্তের অপরাধচক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, খাইরুলের সঙ্গে অন্য কোনও বাংলাদেশী অনুপ্রবেশকারীর যোগাযোগ রয়েছে কি না, তা নিয়েও তদন্তে নেমেছে কুমারগঞ্জ থানার পুলিশ।