অবৈধ বিদ্যুৎ সংযোগের জেরে ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা…

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: পান বরোজের চুরি ও পশুদের তাণ্ডব ঠেকাতে অবৈধভাবে ইলেকট্রিক তার ঘিরে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন বরজের মালিক। সেই ইলেকট্রিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা। থানায় গণ ডেপুটেশন।

চোর এবং হনুমানের মত পশুদের ঠেকাতে অদ্ভুত ব্যবস্থা নিয়েছিল পান বরজের মালিক। পান বারোজের চারদিকে ইলেকট্রিক তার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন তিনি । আর সেই তারে জড়িয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। পূর্ব মেদিনীপুরের এগরা থানার বেনাচাকড়ি গ্রামের ঘটনা।

এই ছাত্রের মৃত্যুতে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।স্থানীয় প্রতিবেশীরা জানান, নিরঞ্জন দাসের একটি পান বরোজ আছে। আর সেই মৃত ছাত্রের নাম সন্তোষ দাস। বয়স ১৭ বছর।জেড়থান গয়া প্রসাদ বিদ্যাপীঠের ক্লাস ইলেভেনে পড়তো এই ছাত্র তাদের জমির বাদাম ক্ষেত থেকে হনুমান তাড়িয়ে নিয়ে যাচ্ছিল ওই অভিশপ্ত পান বরোজের পাশ দিয়ে

তখন ছাত্রটির পায়ে এবং হাতে পান বোরোজের অবৈধ ইলেকট্রিক তার জড়িয়ে যায়।বিকট শব্দ হয় ও ধোঁয়া বের হতে থাকে।স্থানীয় গ্রামবাসীরা দৌড়ে এসে ওই ছাত্রকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সেই ছাত্রের পরিবারের ও গ্রামবাসীরা ওই পান বরোজের মালিক নিরঞ্জন দাসের অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে ব্যাপক ক্ষুব্ধ । এ নিয়ে গ্রামবাসীরা নিরঞ্জন দাসের উপযুক্ত শাস্তি চেয়ে অভিযোগ দায়ের করেছেন এগরা থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 15 =