নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বৃহস্পতিবার ১৩,নভেম্বর :: বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারির কৃষ্ণবাজার এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলেন্ডার লিকেজ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়।
সঙ্গে সঙ্গে পরিবারের বাকি লোকজন তাঁদের মেমারি হাসপাতালে নিয়ে যায়। কর্ত্যবরত চিকিৎসক তাঁদের বর্ধমান হাসপাতালে রেফার করে। ঘটনাস্থলে পৌছায় মেমারি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের নাম শুভাশিস চৌধুরী, শিখা চৌধুরী ও আকাশ চৌধুরী।
প্রতিবেশীদের কাছে জানা যায়, দীর্ঘদিন ধরে এই পরিবার রান্নার গ্যাস খুচরো বিক্রি করে আসছে বাড়ি থেকে। গ্যাস সিলেন্ডার থেকে গ্যাস ট্রান্সফার করার সময় এই ঘটনা ঘটে। সিলেন্ডার ফেটে গেলে বড়সড় বিপদ ঘটতে পারতো।

