নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: এবারে অবৈধ টেন্ডার এবং নিজের ঠিকাদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ মানিকচকের চৌকি মীরদাদপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।অবৈধ টেন্ডার বাতিলের দাবিতে মানিকচক ব্লক বিডিও শ্যামল মন্ডলের নিকট লিখিত অভিযোগ দিলেন চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সেখ ইসরাফিল।
জানা গেছে,মালদার মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত।প্রধান পদে রয়েছে সুকনি সাহা।বিরোধী দলনেতা সেখ ইসরাফিলের অভিযোগ,২০২২-২০২৩ সালের উন্নয়ন প্রকল্পে প্রায় ৭৪ লক্ষ্ টাকার টেন্ডার হয়।কিন্তু বিরোধী সদস্যদের অন্ধকারে রেখে অবৈধভাবে টেন্ডার করা হয়েছে এমনকি নিজের ব্যক্তিগন ঠিকাদারদের কাজ পাঠিয়ে দিয়েছেন প্রধান।
আরো অভিযোগ উন্নয়নের লক্ষ্ লক্ষ্ টাকা আত্মসাল করতে পারেন।এবিষয়ে মঙ্গলবার দুপুর নাগাদ মানিকচক ব্লক বিডিও শ্যামল মন্ডলের কাছে লিখিত অভিযোগ করেন বিরোধী দলনেতা বলে জানা গেছে।দাবি টেন্ডারগুলি সরজমিনে তদন্ত কর পুনরাই সরকারি নিয়ম মেনে টেন্ডার করা হক।যদিও সমস্ত অভিযোগ ভিওিহীন দাবি চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুকনি সাহার।