সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: শনিবার ০২,ডিসেম্বর :: দিনের পর দিন প্রশাসনের নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমিয়ে চলছে অবৈধ বালি কারবার। এবার প্রশাসনিক তৎপরতায় বালি পাচার করার সময় একটি ভুটভুটিকে হাতেনাতে ধরে ফেলো প্রশাসনের আধিকারিকেরা।
বাজেয়াপ্ত করা হলো ওই বালি ভর্তি ভুটভুটি টিকে। এমনই ঘটনা ঘটেছে নামখানা ব্লকের নাদাভাঙা এলাকাতে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে নামখানা ও কাকদ্বীপ ব্লকের বিভিন্ন নদী ও সমুদ্রে চড় থেকে অবাধে বালি কেটে বিক্রি করে দিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার নামখানা ব্লকের মুড়িগঙ্গা নদীর চর থেকে একটি ভুটভুটি অবৈধ বালি কেটে এনে নামখানা নাদাভাঙ্গা এলাকায় এনে মজুত করছিল। সেই খবর গোপন সূত্রে পাওয়ার পর নামখানার ভূমি ও ভূমি রাজস্ব দফ দপ্তরের আধিকারিকেরা ও কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষের নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী ওই ঘটনার স্থলে পৌঁছায় এবং হাতেনাতে পাকড়াও করে।
ভুটভুটিটিকে বাজেয়াপ্ত করা হয়, এর পাশাপাশি ওই ভুটভুটির মালিক কে সতর্কীকরণের পাশাপাশি মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়। আমরা এই অবৈধ বালি কারবার রুখতে ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে । অবৈধ বলি কারবারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীকালে আরও কড়া পদক্ষেপ নেয়া হবে।