নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২৫,মার্চ :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার নতুন বাজার এলাকার ঘটনা । আকাশ নন্দী নামে এক যুবক তার কাকিমা অসীমা নন্দীকে একা পেয়ে হঠাৎই তার ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে এবং এলোপাথাড়ি কোপানো শুরু করে ।
চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যায়। এবং অভিযুক্ত আকাশ নন্দীকে ধরে ফেলে। এরপর পুলিশ এসে আকাশ নন্দীকে আটক করে নিয়ে যায়।প্রতিবেশীদের অভিযোগ- আকাশ নন্দী বিবাহিত হওয়ার পরেও অন্য এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক আছে। ঘটনাটি তার কাকিমা অসীমা নন্দী জানতে পেরে আকাশ নন্দীর মা-বাবাকে এবং তার স্ত্রীকে বলে এবং এই বলাটাই কাল হয়ে দাঁড়ায় অসীমা নন্দীর ।
গতকাল রাতে স্বামী হারা অসীমা নন্দীকে একা পেয়ে আকাশ নন্দী ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে । অসীমা নন্দীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যায় এবং আকাশ নন্দী কে ধরে ফেলে ।
বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে আকাশ নন্দীকে গ্রেফতার করে আশঙ্কা জনক অবস্থায় অসীমা নন্দী বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন ।